ধানজন্ম অক্ষরজন্ম
আমি একটা নীল স্বাদের পাথর
ঠেলতে ঠেলতে
কার ছায়া
বরফের ওপর
সম্পর্ক করেছে দেখি
আউট-অফ-ফোকাস এমন দিন
উত্তর দাও
আর লক্ষ করো
আয়নায়
ঢুকে যাচ্ছে একটা দীর্ঘ ভ্যাকেশন
ওইখানে কী করো হে
সাদাকালো দুনিয়া
দুটো বাদামী ক্যামেরায় পাশাপাশি
স্থান বদলে নিচ্ছে
বিশ্বাস নামের রঙ একটা জিজ্ঞাসা
ঊরুর ভেতর
চিহ্ন এত সহজ হয়ে এই ধানজন্ম অক্ষরজন্ম…
আয়না ঘষতে ঘষতে
আয়না ঘষতে ঘষতে
এই ঋতু
একদিন ভ্যালেনটিনা হবে
ফ্রি ফর্মের কবিতা
প্রতিফল
অর্থাৎ
এক ভাষা বিনিময় কেন্দ্রে
লাল একটা নীল
বরফ কোনও অভিজ্ঞতার নাম হয়
আমাদের আঙুলে
চমকে ওঠার দাগ প্রতিদিন
ক্যামেরা ঘটতে থাকে
সবার চোখের কাছে
পরপর দুরারোগ্য স্মৃতি ও পালক
রিপিট করে
আয়নার এই সিনট্যাক্স…
কবিসম্মেলন পত্রিকার মার্চ ২০২৩ সংখ্যায় প্রকাশিত। সংখ্যাটি পাওয়া যাচ্ছে এখানে।
Leave a Reply