কবিসম্মেলন
বাংলা ভাষায় কবিতার কাগজের অভাব নেই। কবিতা যেমন অগণিত, কবিতার কাগজও তেমনই অসংখ্য। বিপুল কবিতা আমাদের সঙ্গে দিনরাত কথা বলছে, জাগিয়ে রাখছে। তবু আবার একটি কবিতা পত্রিকার স্বপ্ন দেখেছিলাম কেন? নানা কারণ আছে তার। সবচেয়ে বড় কারণটি অবশ্যই কবিতা, প্রকৃত কবিতা। আমরা চেয়েছিলাম, তরুণ, অনামী, প্রতিশ্রুতিমান কবিদের সারবান ও জীবনদায়ী কবিতায় ভরে উঠুক এই পত্রিকা। পাশাপাশি কবিতার নানা দিক নিয়ে প্রধানত নবীন কবি লেখক চিন্তকরা লিখুন এমন গদ্যরচনা, যা পাঠককে সন্ধানী করবে, প্রসারিত করবে তার চিন্তাভাবনার জগৎ। পশ্চিমবঙ্গেই শুধু নয়, ভারতের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও আছেন অনেক কবি। নানা বিরুদ্ধ পরিবেশে তাঁরা নিষ্ঠার সঙ্গে সাহিত্যচর্চা করেন। কিন্তু দুঃখের বিষয়, অনেক ক্ষেত্রেই এঁরা উপেক্ষিত। প্রচারের আলো এঁদের মুখে পড়ে না। আমরা চেয়েছিলাম, কবিসম্মেলন– এই মাসিক কবিতাপত্রের পাতায় মেধাবী প্রতিভাবান কবিদের সম্মেলন ঘটুক। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কবিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার অন্ত নেই। বাংলাদেশের কবিতার বিস্তৃত পরিচয় তুলে ধরতে আমরা ছিলাম বদ্ধপরিকর। বাংলাদেশের স্বাধীনতার পর সম্ভবত কবিসম্মেলনই প্রথম পত্রিকা, বাংলাদেশের কবিতা নিয়ে সম্পূর্ণ একটি সংখ্যা প্রকাশ করে। মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর উপলক্ষ্যে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
কয়েকজন কবিতাকর্মীর অন্তহীন প্রয়াসের ফসল কবিসম্মেলন। ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে পত্রিকার সূচনা। প্রতি মাসে নিয়মিত বেরোচ্ছে। কোনও গোষ্ঠী, শিবির, তাঁবু কিংবা কোনও দল মতের দ্বারা নিয়ন্ত্রিত নয় এই কবিতাপত্র। এই পত্রিকার নির্ভীক কণ্ঠস্বরকে পাঠক সর্বদাই সমর্থন করেছেন। চরিত্র এবং বৈশিষ্ট্যে উজ্জ্বল এই পত্রিকা বাংলা ভাষায় সম্পূর্ণ নতুন এবং অভিনব। ভূ-ভারতে এরকম পত্রিকা আর একটিও নেই। সচিত্র মাসিক কবিতার পত্রিকা কবিসম্মেলন-এর পাঠক-সংখ্যাও ঈর্ষণীয়। গত উনিশ বছরে কয়েক হাজার কবিতা ও গদ্যরচনার পাশাপাশি ছাপা হয়েছে দুই বাংলার এবং বিদেশের বিখ্যাত কবি-লেখকদের সাক্ষাৎকার। ভারতের সবকটি প্রধান ভাষার কবি ও কবিতা নিয়ে আলোকপাত করা হয়েছে। বিশ্বকবিতার বহুদিক দীর্ঘদিন ধরে তুলে ধরছেন মার্কিনপ্রবাসী দুই কৃতী লেখক অংকুর সাহা ও আর্যনীল মুখোপাধ্যায়। আমেরিকার বিখ্যাত ও প্রাচীন কবিতাপত্র ‘পোয়েট্রি’র শতবর্ষ উপলক্ষ্যে কবিসম্মেলনে প্রকাশিত হয়েছিল একটি সুচিন্তিত বৃহৎ ক্রোড়পত্র। বাংলা ভাষায় কবিসম্মেলন ছাড়া আর কোনও পত্রিকার এই কৃতিত্ব নেই। নিয়মিত প্রকাশিত হয়েছে শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, শামসুর রাহমান, আল মাহমুদ, কেতকী কুশারী ডাইসন, মণীন্দ্র গুপ্ত, অলোকরঞ্জন দাশগুপ্ত, আনিসুজ্জামান, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, বেলাল চৌধুরী, নবনীতা দেবসেন, সমরেশ মজুমদার, ইমদাদুল হক মিলন, বুদ্ধদেব দাশগুপ্ত, জয় গোস্বামী প্রমুখ কবি লেখকের রচনা। প্রচ্ছদ চিত্রেও দুই বাংলার শিল্পীদের দুর্লভ সমন্বয়। বাংলাদেশের বহু প্রবীণ ও নবীন শিল্পীর প্রচ্ছদে শোভিত হয়েছে কমিসম্মেলন। অর্ধশতাধিক প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বিশ্বের নানা জায়গায় কবিসম্মেলন নিয়ে একটি চমকপ্রদ ধারাবাহিক রচনা লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। এছাড়া কবির ভ্রমণ, কবির বিদায়, স্মরণ, এ মাসের কবিতা, আমাদের কবিজন্ম, খোলা হাওয়া, কবির সঙ্গে, দূরের কবিতা, অন্য কোনোখানে, বইপাড়া, কবিতার কাগজ কবিসম্মেলনের নিয়মিত বিষয়।
এই মুহূর্তে কবিসম্মেলন-ই বাংলা ভাষায় সবচেয়ে প্রচারিত ও পাঠক-সমাদৃত কবিতার কাগজ। এই মাসিক পত্রিকাটির আর কয়েক মাস পরেই বয়স হবে কুড়ি বছর।
বিশ্বের যে-কোনো প্রান্তের কবি ও কবিতার পাঠক স্বাগত।